বুধবার ১৩ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার পাঁচ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৭, ১১ আগস্ট ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার পাঁচ সাংবাদিক নিহত

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার পাঁচ সাংবাদিকসহ মোট সাতজন নিহত হয়েছেন। গতকাল রোববার স্থানীয় সময় সন্ধ্যায় আলশিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপিত তাঁবুতে হামলা হয়। হাসপাতালের পরিচালক তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সাংবাদিকরা হলেনআলজাজিরা আরবির সংবাদদাতা আনাস আলশরীফ (২৮), মোহাম্মদ কুরেইকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল মুয়ামেন আলিওয়া।

আলশরীফ দীর্ঘদিন ধরে উত্তর গাজা থেকে প্রতিবেদন করে আসছিলেন। মৃত্যুর কিছুক্ষণ আগে তিনি এক্সে (সাবেক টুইটার) লিখেছিলেন, গাজা নগরীর পূর্ব দক্ষিণে তীব্র বোমাবর্ষণ চলছে। তার শেষ ভিডিওতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ অন্ধকার আকাশে ক্ষণিকের জন্য কমলা আলোর ঝলক দেখা যায়।

হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, আলশরীফ হামাসের একটি শাখার নেতৃত্ব দিচ্ছিলেন এবং তাদের কাছে সংক্রান্ত প্রমাণ রয়েছে। তবে ইউরোমেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা বলেছেন, তার সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো প্রমাণ নেই। তার ভাষায়, “সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়ানোই ছিল তার রুটিন।

সম্প্রতি আলজাজিরা গাজার সাংবাদিকদের, বিশেষ করে আলশরীফকে লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনীরউসকানিমূলক প্রচারণা নিন্দা জানিয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়