
ছবি সংগৃহীত
ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে ১৫ আগস্ট আলাস্কায় মুখোমুখি বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বৈঠকের ঘোষণা দেন; পরে ক্রেমলিনও বিষয়টি নিশ্চিত করে।
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধ অবসানে কিছু অঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দেওয়া হতে পারে। মার্কিন গণমাধ্যমের তথ্যে, প্রস্তাবিত সমাধানে রাশিয়া দনবাস ও ক্রিমিয়া ধরে রাখবে, আর খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চল ছেড়ে দেবে। পুতিনের পক্ষ থেকেও একই প্রস্তাব ট্রাম্পের বিশেষ দূতের মাধ্যমে জানানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সীমান্ত ছাড়ের শর্ত মানতে অস্বীকৃতি জানিয়েছেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠক এখনো চূড়ান্ত নয় এবং জেলেনস্কিও আলোচনায় যুক্ত হতে পারেন। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখলে রেখেছে।
রাশিয়ার শর্তগুলোর মধ্যে রয়েছে—ইউক্রেনের নিরপেক্ষতা, সামরিক শক্তি হ্রাস, ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ, পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দক্ষিণ–পূর্বের চার অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর এটিই হবে দুই নেতার প্রথম মুখোমুখি সাক্ষাৎ। সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন জো বাইডেন, ২০২১ সালে জেনেভায়।