
ছবি সংগৃহীত
ভারতের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ানোর পর কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, দেশের কৃষক ও জেলেদের স্বার্থে ভারত কখনো আপস করবে না।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে মোদী বলেন, "কৃষকের স্বার্থই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের স্বার্থে আমি চড়া মূল্য দিতেও প্রস্তুত।"
সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করেছে। এর পেছনে মূল কারণ ভারতীয় কৃষি বাজারে মার্কিন প্রবেশাধিকার না পাওয়া এবং ভারতের রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখা।
এনডিটিভি জানিয়েছে, মোদীর বক্তব্য স্পষ্টভাবে ওয়াশিংটনের শুল্ক চাপের জবাব হিসেবেই বিবেচিত হচ্ছে।