বুধবার ১৩ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ভারত থেকে সরছে পোশাকের ক্রয়াদেশ, লাভবান হতে পারে বাংলাদেশ

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৫:১৩, ৯ আগস্ট ২০২৫

ভারত থেকে সরছে পোশাকের ক্রয়াদেশ, লাভবান হতে পারে বাংলাদেশ

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০% শুল্ক আরোপ করায় দেশটির পোশাক খাতে বড় ধাক্কা লেগেছে। অ্যামাজন, ওয়ালমার্ট, গ্যাপসহ বড় মার্কিন ক্রেতারা ভারত থেকে পোশাক আমদানি স্থগিত করেছে। পার্ল গ্লোবালসহ কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া গুয়াতেমালায় উৎপাদন স্থানান্তরের পরিকল্পনা করছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে ভারত ৫০% শুল্কের মুখে পড়লেও বাংলাদেশ ভিয়েতনাম ২০% শুল্ক দিচ্ছে। এতে বাংলাদেশের পোশাক খাতের অর্ডার বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে জুন মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি গত বছরের তুলনায় ৪৪.% বেড়েছে।

ভারত-মার্কিন সম্পর্ক শুল্ক ইস্যুতে তলানিতে নেমেছে। দিল্লি অস্ত্র কেনা স্থগিত করেছে প্রতিরক্ষামন্ত্রীর ওয়াশিংটন সফর বাতিল করেছে। একইসঙ্গে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ শুল্কে ভারতের যুক্তরাষ্ট্রমুখী রপ্তানি ৪০৫০% কমে যেতে পারে এবং ৪০০৫০০ কোটি ডলার ক্ষতির আশঙ্কা রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়