বুধবার ১৩ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত, থাকছে জেল-জরিমানা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১১:৪৩, ১৩ আগস্ট ২০২৫

সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত, থাকছে জেল-জরিমানা

ছবি সংগৃহীত

সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করেছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। এতে সাংবাদিকের বিরুদ্ধে সহিংসতা, হুমকি হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ধরনের অপরাধে দোষী ব্যক্তিকে মাত্রাভেদে এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড, ন্যূনতম এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

খসড়ায় বলা হয়েছে, পেশাদার সাংবাদিকের বাসায় বল প্রয়োগ করে অবৈধ প্রবেশ, তল্লাশি বা সম্পদ জব্দ করা যাবে না। সরকারি কর্মচারী বা আইন প্রয়োগকারী সংস্থা ভয়ভীতি বা শারীরিক-মানসিক চাপ প্রয়োগ করে তথ্যসূত্র প্রকাশে বাধ্য করতে পারবে না।

এছাড়া, সাংবাদিকদের নিরাপদ স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সহিংসতা, হুমকি, হয়রানি বিশেষত যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ রয়েছে।

মিথ্যা অভিযোগে সাংবাদিকের শাস্তির বিধানও রাখা হয়েছে। ইচ্ছাকৃতভাবে মিথ্যা অভিযোগ করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া যাবে।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়