সোমবার ০১ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ১৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সাংবাদিকদের জন্য আইনি সহায়তা হটলাইন চালু

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৭, ৩১ আগস্ট ২০২৫

সাংবাদিকদের জন্য আইনি সহায়তা হটলাইন চালু

ছবি সংগৃহীত

সৎ, বস্তুনিষ্ঠ জনস্বার্থমূলক সাংবাদিকতার কারণে হয়রানিমূলক মামলার শিকার হলে দেশের যেকোনো প্রান্তের সাংবাদিকরা আইনি সহায়তা পাবেন একটি হটলাইনের মাধ্যমে। নম্বর: ০০৮৮০৯৬১৭৩৫৬৮৬৮ (+8809617356868)

এই নম্বরে ফোন করলে সাংবাদিকদের তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট আইন সহায়তা সংস্থার কাছে পাঠানো হবে এবং প্রয়োজনে জেলা বা অঞ্চলের আইনসেবার সঙ্গে যুক্ত করা হবে।

শনিবার (৩০ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সাপোর্ট ডেস্ক উদ্বোধন করা হয়। এটি বাস্তবায়িত হয়েছে ইউনেস্কোর গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ডের সহযোগিতায় এবং গণমাধ্যম উন্নয়ন প্রতিষ্ঠান সমষ্টির আয়োজনে।

অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধন করেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি . সুসান ভাইজ। তিনি বলেন, “সাংবাদিকরা গণতন্ত্র জবাবদিহিতা টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই ডেস্ক তাদের জন্য তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন:

  • ওবায়দুর রহমান শহীন, ভারপ্রাপ্ত সভাপতি, বিএফইউজে
  • আবু সালেহ আকন, সভাপতি, ডিআরইউ
  • . শামীম রেজা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
  • শাহনাজ মুন্নী, সিনিয়র সাংবাদিক
  • এম এম বাদশা, সাধারণ সম্পাদক, ক্র্যাব
  • সেকান্দর আলী মিনা, নির্বাহী পরিচালক, সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি

দশ সদস্যের এই সাপোর্ট ডেস্কে সাংবাদিক সংগঠন আইনসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধি রয়েছেন। এছাড়া ব্লাস্ট আইন সহায়তায় সহযোগিতা করবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়