বুধবার ১৩ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতি

শেখ রেহানা, টিউলিপ, আজমিনা ও রাদওয়ানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

আদালত ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ১৩ আগস্ট ২০২৫

শেখ রেহানা, টিউলিপ, আজমিনা ও রাদওয়ানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

ছবি সংগৃহীত

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ এই কার্যক্রম শুরু হয়।

গত ৩১ জুলাই পূর্বাচল প্লট দুর্নীতির ছয় মামলায় শেখ হাসিনা, পরিবারের সদস্য ও প্রভাবশালী কর্মকর্তা-মিলিয়ে ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার দুই বিশেষ জজ আদালত। এর মধ্যে তিন মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় ১১ আগস্ট, যেখানে শেখ হাসিনা ও তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ও তার পরিবার বিদেশে রয়েছেন। অভিযোগে বলা হয়েছে, তাদের নামে পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম হয়েছে। তবে টিউলিপ সিদ্দিক এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে অস্বীকার করেছেন।

অভিযুক্তদের মধ্যে শেখ হাসিনা পরিবারের বাইরে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, গণপূর্তের তৎকালীন সচিব শহীদ উল্লা খন্দকারসহ ১৪ জন সাবেক ও বর্তমান রাজউক কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন কর্মকর্তা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়