
ছবি সংগৃহীত
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। বুধবার সকাল ৬টায় লালমনিরহাটের তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি রেকর্ড করা হয় ৫২.২২ মিটার, যা বিপৎসীমার (৫২.১৫ মিটার) ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টায়ও পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়।
ডালিয়া ডিভিশনের উপসহকারী প্রকৌশলী তহিদুল ইসলাম জানান, পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল ও চরগ্রামগুলো প্লাবিত হয়েছে। সন্ধ্যার মধ্যে পানি আরও বাড়তে পারে। বন্যা নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
পানি বৃদ্ধিতে নীলফামারীর ডিমলা ও জলঢাকা, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা এবং লালমনিরহাট ও কুড়িগ্রামের নদীপারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, বুধবার সকাল থেকে তিস্তার পানি বাড়ছে। নিয়ন্ত্রণে রাখতে ৪৪টি জলকপাট খোলা রাখা হয়েছে।