বুধবার ১৩ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নিম্নাঞ্চল প্লাবিত, বিপৎসীমার ওপর তিস্তার পানি

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১০:৫২, ১৩ আগস্ট ২০২৫

নিম্নাঞ্চল প্লাবিত, বিপৎসীমার ওপর তিস্তার পানি

ছবি সংগৃহীত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। বুধবার সকাল ৬টায় লালমনিরহাটের তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি রেকর্ড করা হয় ৫২.২২ মিটার, যা বিপৎসীমার (৫২.১৫ মিটার) সেন্টিমিটার ওপরে। সকাল ৯টায়ও পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়।

ডালিয়া ডিভিশনের উপসহকারী প্রকৌশলী তহিদুল ইসলাম জানান, পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল চরগ্রামগুলো প্লাবিত হয়েছে। সন্ধ্যার মধ্যে পানি আরও বাড়তে পারে। বন্যা নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

পানি বৃদ্ধিতে নীলফামারীর ডিমলা জলঢাকা, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা এবং লালমনিরহাট কুড়িগ্রামের নদীপারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, বুধবার সকাল থেকে তিস্তার পানি বাড়ছে। নিয়ন্ত্রণে রাখতে ৪৪টি জলকপাট খোলা রাখা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়