রোববার ১০ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহত

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১১:১৫, ৬ আগস্ট ২০২৫

নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহত

ছবি সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। বুধবার ( আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে চন্দ্রগঞ্জসংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

মাইক্রোবাসটি ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ওমানপ্রবাসী বাহার উদ্দিনকে নিয়ে লক্ষ্মীপুরের উত্তর জয়পুরের চৌপল্লি এলাকায় ফিরছিল।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ এবং চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, চালক ঘুমিয়ে পড়ায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন বের হলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতদের নাম এখনও জানা যায়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়