
ছবি সংগৃহীত
আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে পুলিশের জন্য ৪০ হাজার বডি-ওয়্যার ক্যামেরা (বডিক্যাম) কিনছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সরকার অক্টোবরের মধ্যে ক্যামেরাগুলো সংগ্রহ করে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে মোতায়েন করবে। জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি কোম্পানির সঙ্গে যোগাযোগ চলছে। পুলিশ সদস্যরা এগুলো বুকে পরে দায়িত্ব পালন করবেন। ক্যামেরায় এআই সক্ষমতাও থাকবে।
প্রধান উপদেষ্টা দ্রুত ক্রয় ও পুলিশকে পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, “যেকোনো মূল্যে সব ভোটকেন্দ্রে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে ফেব্রুয়ারির নির্বাচন ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়।”
এছাড়া, নির্বাচনী অ্যাপ চালুর পরিকল্পনাও হয়েছে, যেখানে প্রার্থী তথ্য, ভোটকেন্দ্রের আপডেট ও অভিযোগ জমা দেওয়ার সুবিধা থাকবে।