বুধবার ১৩ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আইনশৃঙ্খলা বাহিনীর হারানো অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:০২, ১০ আগস্ট ২০২৫

আইনশৃঙ্খলা বাহিনীর হারানো অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি সংগৃহীত

আইনশৃঙ্খলা বাহিনীর হারানো অস্ত্র উদ্ধার করলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। পুরস্কারের পরিমাণ শিগগির ঘোষণা করা হবে।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় তিনি বলেন, “আমরা জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গেছি। আগে খারাপ কাজ প্রতিহত করত মানুষ, এখন ভিডিও করে। অপরাধ প্রতিহত করা সবার দায়িত্ব।” ঘটনাটিতে জড়িত বেশিরভাগকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

শেরপুরের এক ঘটনার উদাহরণ টেনে উপদেষ্টা বলেন, “নানিকে হত্যার সময় নাতি দাঁড়িয়ে ভিডিও করেছে ইউটিউব আয়ের জন্য—এটা সমাজের বড় অবক্ষয়।”

দেশি অস্ত্র উদ্ধার বিষয়ে তিনি জানান, সম্প্রতি ১ হাজার ১০০ অস্ত্র জব্দ করা হয়েছে। এসব অস্ত্র নির্মাতা ও ব্যবহারকারীদের আইনের আওতায় আনা হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়