বুধবার ১৩ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

খসড়া ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার ২৪ লাখ ৩৮ হাজার

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৪:২৪, ১০ আগস্ট ২০২৫

খসড়া ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার ২৪ লাখ ৩৮ হাজার

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে ভোটার হয়েছেন ২৪ লাখ ৩৮ হাজার ৬২৬ জন। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সারাদেশে একযোগে হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়েছে। চলতি কার্যক্রমে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জনকে অন্তর্ভুক্ত করা হলেও, মৃত ও কর্তনকৃত ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনের নাম বাদ দেওয়া হয়েছে।

৩১ আগস্ট চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে। এছাড়া আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন।

খসড়া তালিকায় কোনো ভুল বা সংশোধনের জন্য ২১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে এবং ২৪ আগস্টের মধ্যে তা নিষ্পত্তি হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়