বুধবার ১৩ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মেজর সিনহা হত্যা: ওসি প্রদীপের ফাঁসির তারিখ ঘোষণার দাবি

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:০০, ১১ আগস্ট ২০২৫

মেজর সিনহা হত্যা: ওসি প্রদীপের ফাঁসির তারিখ ঘোষণার দাবি

ছবি সংগৃহীত

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় প্রধান আসামি ওসি প্রদীপের মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হলেও এখনও ফাঁসি কার্যকরের তারিখ ঠিক হয়নি। এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন বলছে, এ বিলম্ব ন্যায়বিচারের অপমান ও জাতির সঙ্গে প্রহসন।

আজ সোমবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সেক্রেটারি লেফটেন্যান্ট সাইফুল্লাহ সাইফ (অব.) বলেন, প্রদীপের মতো একজন দাগী খুনির ফাঁসি কার্যকরে সরকারের দীর্ঘসূত্রতা ভুল বার্তা দিচ্ছে—যেন রাজনৈতিক বা প্রশাসনিক ছত্রছায়ায় অপরাধীরা বিচার এড়িয়ে যেতে পারে। এটি ভুক্তভোগীর পরিবার, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের মনোবলে আঘাত করছে।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশন সরকারের প্রতি চূড়ান্ত দাবি জানায়—প্রদীপের ফাঁসির কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে। অন্যথায় তারা কঠোর কর্মসূচিতে যাবে।

সাইফুল্লাহ সাইফ বলেন, “ন্যায়বিচার শুধু আদালতের রায়ে নয়, তার বাস্তবায়নে প্রমাণিত হয়। আর বাস্তবায়ন না হলে তা হবে জনগণের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়