রোববার ১০ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রাজধানীতে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা ডিএমপির

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৪:৫২, ৫ আগস্ট ২০২৫

রাজধানীতে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা ডিএমপির

ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় আজ দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যান চলাচলে বিশেষ নির্দেশনা বিকল্প রুট ব্যবহারের আহ্বান জানিয়েছে।

বিকল্প রুট নির্দেশনা:

মিরপুর/মোহাম্মদপুর থেকে ধানমন্ডিগামী যান: আড়ং ক্রসিংয়ে বাঁ না ঘুরে ধানমন্ডি-২৭ হয়ে চলাচল।

সায়েন্স ল্যাব থেকে আসা যান: মানিক মিয়া অ্যাভিনিউ এড়িয়ে গণভবন ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে বিজয় সরণি ব্যবহার।

ফার্মগেট এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীরা: মানিক মিয়া অ্যাভিনিউ এড়িয়ে উড়োজাহাজ ক্রসিং লেক রোড ব্যবহার।

ফার্মগেট থেকে মিরপুরগামী যান: সোজা বিজয় সরণি ব্যবহার।

মিরপুর থেকে ফার্মগেটগামী যান: লেক রোডউড়োজাহাজ ক্রসিংবিজয় সরণি ব্যবহার।

বিকল্প রুট: আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত সড়ক।

পার্কিং নির্দেশনা:

দর্শনার্থীদের যানবাহন আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে পার্কিং করতে অনুরোধ।

দিবসব্যাপী আয়োজন:

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ড্রোন শো অনুষ্ঠিত হবে।

১১:০০ AM – সংগীত পরিবেশনা

:১৫ PM – ‘ফ্যাসিস্টের পলায়নউদ্যাপন

:০০ PM – ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ

:৩০ PM – বিশেষ ড্রোন শো

:০০ PM – আর্টসেল ব্যান্ড পরিবেশনা

নগরবাসীকে অনুষ্ঠানস্থল ঘিরে সম্ভাব্য জনসমাগম যানজট বিবেচনায় বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়