
ছবি সংগৃহীত
‘জিরো রিটার্ন’ দাখিলকে ফৌজদারি অপরাধ ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভ্রান্ত ধারণায় প্রলুব্ধ হয়ে কেউ আয়, ব্যয়, সম্পদ ও দায় শূন্য দেখিয়ে রিটার্ন জমা দিলে তা বেআইনি এবং আয়কর আইন, ২০২৩ অনুসারে এর সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড।
এনবিআর জানায়, আইন অনুযায়ী করদাতাকে তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে রিটার্নে উল্লেখ করতে হবে। করযোগ্য আয় না থাকলেও শূন্য তথ্য দিয়ে রিটার্ন দাখিলের সুযোগ নেই।
সংস্থাটি করদাতাদের সতর্ক করে বলেছে, প্রতারণামূলক ‘জিরো রিটার্ন’ দাখিলের ফাঁদে পা না দিয়ে সঠিক তথ্য প্রদর্শন করতে হবে, যা দায়িত্বশীল নাগরিকের আইনি ও নৈতিক দায়িত্ব।