
ছবি সংগৃহীত
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগ (৩৯) হত্যার ঘটনায় চাঁদাবাজির নয়, বরং ভাঙারি দোকানের দখল ও লেনদেন নিয়ে দ্বন্দ্বই মূল কারণ বলে জানিয়েছে পুলিশ।
১২ জুলাই শনিবার এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের ধরা হয়েছে। মামলার প্রধান আসামি মাহিনও গ্রেফতার হয়েছে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা, তা এখনো নিশ্চিত নয়। তদন্তে কোনো রাজনৈতিক বিবেচনা আমলে নেয়া হবে না।
উল্লেখ্য, ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালে সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহতের বোন কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে ও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন।