সোমবার ০১ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ১৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সংস্কার না হলে নূরের মতো পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে: হাসনাত

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১০:৫৪, ৩১ আগস্ট ২০২৫

সংস্কার না হলে নূরের মতো পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে: হাসনাত

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, নুরুল হক নূরের ওপর হামলা সবার জন্যই সতর্কবার্তা। তিনি বলেন, “তারেক জিয়া যেমন মুচলেকা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, নৃশংস হামলায় পঙ্গু করা হয়েছিল, খালেদা জিয়ারও একই পরিণতি হয়েছে। আমরা যদি নিয়ম পরিবর্তন করতে না পারি, আমাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে।

শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠেউঠানে নতুন সংবিধানশীর্ষক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। বৈঠক আয়োজন করে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি।

হাসনাত আরও বলেন, “আমাদের এখন নির্বাচনসহ বিচার সংস্কারএই তিনটি বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু ভোট নয়, বিচার ব্যবস্থার সংস্কারও জরুরি। পুলিশ যাতে বিনা বিচারে কাউকে তুলে না নেয়, পরিবারকে যাতে অবহিত করা হয়এসব এখনো নিশ্চিত হয়নি।

রুমিন ফারহানার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমাদের মধ্যে মতভেদ থাকলেও তিনি খোঁজ নিয়েছেন, উপহার পাঠিয়েছেন। এটা ইতিবাচক বার্তা, আমাদের অবশ্যই স্বাগত জানানো উচিত।

বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়