
ছবি সংগৃহীত
রাজধানীর নিউমার্কেটে বৃহস্পতিবার দুপুরে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয়পক্ষের কয়েকজনসহ পুলিশ সদস্য মিলিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন শিক্ষার্থী ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন।
ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ তারিকুজ্জামান জানান, সংঘর্ষের সময় উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করাকালে ৫ থেকে ৭ জন পুলিশ সদস্য আহত হন।
ঘটনার পর সড়কে যানজট সৃষ্টি হলেও বর্তমানে পুলিশ নিয়ন্ত্রণে আনার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। বেলা দুইটার দিকে শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে অবস্থান নেন। পুলিশ সিটি কলেজের সামনে সতর্ক অবস্থানে রয়েছে।