
ছবি সংগৃহীত
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আইসিইউতে চিকিৎসাধীন ১৫ বছরের শিক্ষার্থী তাসনিয়া মারা গেছেন। এ নিয়ে জাতীয় বার্নে ২০ জনের মৃত্যু হলো। তাসনিয়া স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
উল্লেখ্য, ২১ জুলাই বিমান বাহিনীর একটি উড়োজাহাজ স্কুলের এলাকায় বিধ্বস্ত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ বহু মানুষ নিহত ও আহত হন।
প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর ৩ আগস্ট স্কুলটি পুনরায় খোলা হয়। এর আগে ১৪ আগস্ট শিক্ষিকা মাহফুজার মৃত্যু হয়। এ পর্যন্ত বিমান বিধ্বস্ত ঘটনায় মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে।