রোববার ৩১ আগস্ট ২০২৫, ভাদ্র ১৫ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৪:১৪, ৩০ আগস্ট ২০২৫

পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা

ছবি সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছে চার মাস ১৮ দিন পর। এবার পাওয়া গেছে ৩২ বস্তা টাকা। শনিবার সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

মসজিদের দোতলায় নিয়ে শুরু হয়েছে গণনা, যেখানে অংশ নিয়েছেন ৪১০ জন। টাকা মুদ্রামান অনুযায়ী আলাদা করে ব্যাংকের কাউন্টিং মেশিনে গোনা হচ্ছে এবং ১০০টির বান্ডেলে বেঁধে রাখা হচ্ছে।

এর আগে গত এপ্রিল মাসে ১১টি দানবাক্স থেকে ২৮ বস্তা টাকা, সোনা-রূপার অলঙ্কার ও বিদেশি মুদ্রা পাওয়া গিয়েছিল। এবারও একইভাবে চিরকুট, অলঙ্কার ও বিদেশি মুদ্রা মিলেছে।

দানবাক্স ছাড়াও ভক্তরা গবাদি পশু, হাঁস-মুরগি, দুধ, সবজি দান করে থাকেন, যা প্রতিদিন নিলামে বিক্রি করে মসজিদের ব্যাংক হিসাবে জমা হয়। এ ছাড়া চালু হওয়া ওয়েবসাইটের মাধ্যমে ইতিমধ্যেই ৫ লাখ ৩০ হাজার টাকা অনুদান এসেছে।

বর্তমানে মসজিদের হিসাবে প্রায় ৯১ কোটি টাকা জমা আছে। ভবিষ্যতে সাড়ে ৫ একর জমির ওপর ১০ তলা মাল্টিপারপাস মসজিদ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ডিজাইনের কাজ করছে বুয়েটের বিশেষজ্ঞ দল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়