রোববার ৩১ আগস্ট ২০২৫, ভাদ্র ১৫ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আইসিইউতে নুরুল হক নুর

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৫:৫২, ৩০ আগস্ট ২০২৫

আইসিইউতে নুরুল হক নুর

ছবি সংগৃহীত

রাজধানীর কাকরাইলে সংঘর্ষে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে এবং একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুরের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে সেনাপ্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে অবস্থান পরিষ্কার করতে হবে এবং হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে, নতুবা কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবর রহমান মঞ্জু জানান, ঘটনায় সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাতীয় পার্টি গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নুরসহ কয়েকজন আহত হন। রাতভর সংঘর্ষ চলতে থাকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়