
ছবি সংগৃহীত
সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন তাসকিন আহমেদ।
প্রথমে ব্যাট করে ডাচরা তুলে ১৩৬ রান। দুর্দান্ত বোলিংয়ে তাসকিন নেন ৪ উইকেট। সাইফ হাসান ২ উইকেটের পাশাপাশি রান দেন মাত্র ১৮। মুস্তাফিজ নেন ১ উইকেট, আর মেহেদী ৪ ওভারে দেন ২১ রান।
টার্গেট তাড়া করতে নেমে লিটন দাস খেলেন ২৬ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস। তার সঙ্গে সাইফ হাসান ১৯ বলে ৩ ছক্কায় করেন দ্রুতগতির ৩৬ রান। ওপেনার তানজিদ হাসান যোগ করেন ২৪ বলে ২৯।
৩৯ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।