
ছবি সংগৃহীত
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগ ওরফে লাল চাঁদ (৩৯) হত্যাকাণ্ডে জড়িত আরও এক আসামি টিটন গাজীকে (৩২) গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (১১ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মামলার মোট পাঁচজন আসামি গ্রেফতার হলো।
এর আগে ৯ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে কুপিয়ে ও পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। সামাজিক মাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।
নিহতের পরিবার জানায়, কেরানীগঞ্জে বসবাসরত সোহাগ পুরান ঢাকায় ভাঙারির ব্যবসা করতেন। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও র্যাবের অভিযানে ইতোমধ্যে আরও চারজন গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে একজনের কাছ থেকে বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।