
ছবি সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ একটি ভালো পরিবর্তন চায়। শনিবার রাজধানীর কাকরাইলে ড্যাবের কেন্দ্রীয় কাউন্সিলে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, এক বছর আগে ৫ আগস্টের পরিবর্তনের পর মানুষ বুকভরে শ্বাস নিতে পেরেছে, এখন তারা চায় ভবিষ্যৎ দিনগুলো ভালো হোক।
তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে কয়েক হাজার মানুষ গুম-খুনের শিকার হয়েছে এবং কয়েক লক্ষ মানুষ আহত হয়েছে। এই ভুক্তভোগীদের প্রত্যাশা পূরণ করতে পারলেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।