বুধবার ১৩ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ঢাবির হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ: উপাচার্যের ঘোষণা

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৩, ৯ আগস্ট ২০২৫

ঢাবির হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ: উপাচার্যের ঘোষণা

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সব হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ২০২৪ সালের ১৭ জুলাইয়ের সিদ্ধান্ত বহাল থাকবে। শনিবার গভীর রাতে ১৮ হলে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি এ ঘোষণা দেন।

প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, হল পর্যায়ে কোনো ছাত্ররাজনীতি চলবে না, তবে কেন্দ্রীয় পর্যায়ে ও মধুর ক্যান্টিনে কার্যক্রম চালানো যাবে। নিয়ম ভঙ্গের বিষয়ে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সংশ্লিষ্ট ছাত্রসংগঠনগুলোর সঙ্গেও কথা বলা হবে।

এর আগে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্য ও বিভিন্ন হল থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরে উপাচার্য এসে হলে রাজনীতি নিষিদ্ধের ঘোষণা পুনর্ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়