বুধবার ১৩ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

টিসিবির ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু রোববার

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৩, ৯ আগস্ট ২০২৫

টিসিবির ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু রোববার

ছবি সংগৃহীত

আগামীকাল (১০ আগস্ট) থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে। যেকোনো ভোক্তা ভ্রাম্যমাণ ট্রাক থেকে এসব পণ্য কিনতে পারবেন।

ঢাকা মহানগরে ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন (শুক্রবার ছাড়া) ৬০টি ট্রাকে পণ্য বিক্রি হবে। চট্টগ্রামে ২৫টি, গাজীপুরে ছয়টি, কুমিল্লা মহানগরে তিনটি, ঢাকা জেলায় আটটি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুরে চারটি, পটুয়াখালীতে পাঁচটি ও বাগেরহাটে পাঁচটি ট্রাকে ১০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত (শুক্রবার ছাড়া) বিক্রি হবে।

দৈনিক প্রতিটি ট্রাক থেকে ৫০০ জন ক্রেতা পণ্য কিনতে পারবেন। ভোক্তা প্রতি তেল দুই লিটার ২৩০ টাকা, চিনি এক কেজি ৮০ টাকা এবং মসুর ডাল দুই কেজি ১৪০ টাকায় বিক্রি হবে। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য দাম আগের মতোই থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়