ছবি সংগৃহীত
আগামী ডিসেম্বর থেকে করাচি–ঢাকা রুটে পাকিস্তানের মাহান এয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করতে পারে। লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক অনুষ্ঠানে এ তথ্য জানান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান। তিনি বলেন, এটি দুই দেশের বাণিজ্য ও যোগাযোগে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।
হাইকমিশনার জানান, ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। লাহোর চেম্বারের সুপারিশে এখন তিন থেকে চার দিনের মধ্যেই ভিসা দেওয়া হচ্ছে, ফলে ব্যবসায়ীদের যাতায়াত আরও সহজ হবে।
তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে এবং বাংলাদেশ পাকিস্তানে আনারস সরবরাহ করতে পারে। টেক্সটাইল, তৈরি পোশাক ও অন্যান্য খাতেও বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে সরাসরি কার্গো শিপিং সার্ভিস চালুর প্রস্তুতিও চলছে।
শিক্ষা ও পর্যটন খাতেও সহযোগিতা বাড়ানোর কথা উল্লেখ করেন ইকবাল হুসাইন খান। পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন শিগগিরই ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাচ্ছে, যাতে শিক্ষাবিনিময় আরও বাড়ে।
লাহোর চেম্বারের সভাপতি ফাহিমুর রহমান সাইগল বলেন, দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক বাণিজ্য সহযোগিতা বাড়াতে সহায়ক হবে। বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্য ৭০০ মিলিয়ন ডলার, যা কয়েক বছরের মধ্যে ৩ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।































