সোমবার ২৪ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৯, ২৪ নভেম্বর ২০২৫

নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা

ছবি সংগৃহীত

নির্বাচন গণভোট আয়োজনের জন্য অর্থের ঘাটতি হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদ। সোমবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনের জন্য যে বাজেট ধরা হয়েছে, গণভোট এবং প্রবাসী ভোটারদের জন্য অতিরিক্ত ব্যবস্থাপনার কারণে তা কিছুটা বাড়বে।

তিনি জানান, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী বরাদ্দ দেওয়া হবে। স্পর্শকাতর কেন্দ্রগুলোতে নিরাপত্তার অংশ হিসেবে বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

অর্থ উপদেষ্টা মনে করেন, নির্বাচন গণভোট দুই দিন আয়োজন করা কঠিন। এক দিনেই দুই প্রক্রিয়া সম্পন্ন করাই ভালো, এবং অনেক দেশেই এমনটি হয়ে থাকে।

ছাড়া সরকার ভারত থেকে ৫০ হাজার টন বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়