
ছবি সংগৃহীত
ফিফা নারী ফুটবল র্যাংকিংয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সর্বশেষ হালনাগাদ র্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠে এসেছে সাবিনা-কৃষ্ণারা। তাদের রেটিং পয়েন্ট এখন ১১৭৯.৮৭।
১২ জুনের পূর্ববর্তী র্যাংকিংয়ে বাংলাদেশ ছিল ১২৮তম। নতুন র্যাংকিংয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি (+৮০.৫১) পয়েন্ট অর্জন করেছে, যা এবারের হালনাগাদে সর্বোচ্চ অগ্রগতি।
এর আগে ২০১৩ ও ২০১৭ সালে বাংলাদেশ নারী দল সর্বোচ্চ ১০০তম স্থানে পৌঁছেছিল। এবার এশিয়ান কাপ ২০২৬-এর বাছাইপর্বে থাকা ১২ দলের মধ্যে এতদিন র্যাংকিংয়ে সবচেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ, তবে এখন আর নয়।
এদিকে শীর্ষ স্থানেও এসেছে পরিবর্তন:
ইউরো রানার্সআপ স্পেন এক ধাপ এগিয়ে ১ নম্বরে
যুক্তরাষ্ট্র নেমে ২ নম্বরে
সুইডেন তিন ধাপ এগিয়ে ৩ নম্বরে
ইংল্যান্ড চারে, জার্মানি পাঁচে
ব্রাজিল তিন ধাপ পিছিয়ে ৭ নম্বরে
আর্জেন্টিনা দুই ধাপ এগিয়ে এখন ৩০তম