রোববার ১০ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নারী ফুটবলে রেকর্ড উন্নতি: ফিফা র‍্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬, ৭ আগস্ট ২০২৫

নারী ফুটবলে রেকর্ড উন্নতি: ফিফা র‍্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে বাংলাদেশ

ছবি সংগৃহীত

ফিফা নারী ফুটবল ্যাংকিংয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সর্বশেষ হালনাগাদ ্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠে এসেছে সাবিনা-কৃষ্ণারা। তাদের রেটিং পয়েন্ট এখন ১১৭৯.৮৭।

১২ জুনের পূর্ববর্তী ্যাংকিংয়ে বাংলাদেশ ছিল ১২৮তম। নতুন ্যাংকিংয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি (+৮০.৫১) পয়েন্ট অর্জন করেছে, যা এবারের হালনাগাদে সর্বোচ্চ অগ্রগতি।

এর আগে ২০১৩ ২০১৭ সালে বাংলাদেশ নারী দল সর্বোচ্চ ১০০তম স্থানে পৌঁছেছিল। এবার এশিয়ান কাপ ২০২৬-এর বাছাইপর্বে থাকা ১২ দলের মধ্যে এতদিন ্যাংকিংয়ে সবচেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ, তবে এখন আর নয়।

এদিকে শীর্ষ স্থানেও এসেছে পরিবর্তন:

ইউরো রানার্সআপ স্পেন এক ধাপ এগিয়ে নম্বরে

যুক্তরাষ্ট্র নেমে নম্বরে

সুইডেন তিন ধাপ এগিয়ে নম্বরে

ইংল্যান্ড চারে, জার্মানি পাঁচে

ব্রাজিল তিন ধাপ পিছিয়ে নম্বরে

আর্জেন্টিনা দুই ধাপ এগিয়ে এখন ৩০তম

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়