বুধবার ১৩ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর শুরু আজ, অগ্রাধিকার অভিবাসন ও বিনিয়োগ

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১২:৪৪, ১১ আগস্ট ২০২৫

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর শুরু আজ, অগ্রাধিকার অভিবাসন ও বিনিয়োগ

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের সরকারি সফরে আজ সোমবার মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুপুরে তিনি রওনা হবেন। সফরে ৫টি সমঝোতা স্মারক ও ৩টি এক্সচেঞ্জ নোট সই হবে। অগ্রাধিকার পাবে অভিবাসন, বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন।

রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রবাসী শ্রমিক নিয়োগে মালয়েশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। সফরে গভীর সমুদ্রে মাছ ধরায় সহযোগিতাসহ সম্পর্কের অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান জানান, সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, বিদ্যুৎ ও জ্বালানি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত এবং বিডার নির্বাহী চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

মালয়েশিয়া পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। মঙ্গলবার পুত্রজায়ায় দুই দেশের সরকারপ্রধানদের একান্ত বৈঠকের পর দ্বিপক্ষীয় আলোচনা এবং সমঝোতা স্মারক সই হবে।

সম্ভাব্য চুক্তিগুলোর মধ্যে রয়েছে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন, বিএমসিসিআই ও চিপ নির্মাতা প্রতিষ্ঠান মিমোসের মধ্যে সমঝোতা, এবং বিআইআইএসএস ও মালয়েশিয়ার আইএসআইএস-এর মধ্যে সহযোগিতা। এছাড়া হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা ও কূটনীতিক প্রশিক্ষণ বিষয়ে এক্সচেঞ্জ নোট সই হতে পারে।

চুক্তি সইয়ের পর সংবাদ সম্মেলন, রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ ও একটি ব্যবসায়িক ফোরামে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়