সোমবার ০১ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ১৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

চবি ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৪, ৩১ আগস্ট ২০২৫

চবি ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

ছবি সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শনিবার রাতের ঘটনার উত্তাপে রোববার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তি বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

১৪৪ ধারার আওতায় আগামীকাল (সোমবার) রাত ১২টা পর্যন্ত এসব এলাকায় সকল সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল, অস্ত্র বা দেশীয় অস্ত্র বহন নিষিদ্ধ এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির সমবেত থাকা নিষিদ্ধ থাকবে।

ঘটনার সূত্রপাত হয়েছিল শাহাবুদ্দীন ভবনের এক নারী শিক্ষার্থীর বাসায় দারোয়ানের সঙ্গে হাতাহাতি থেকে। অভিযোগ আছে, দারোয়ান ওই শিক্ষার্থীর ওপর হাত উঁচু করেছিলেন। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনও স্থানীয়দের ধাওয়ায় আহত হন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উভয় পক্ষের সঙ্গে কথা বলে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে। শিক্ষার্থীরা হামলায় জড়িতদের বিচারের দাবি জানাচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়