
ছবি সংগৃহীত
উত্তরাধিকারসূত্রে পাওয়া প্রায় ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি হারাতে চলেছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।
পতৌদি পরিবারের ঐতিহাসিক সম্পত্তি এখন ভারতের সরকারের অধিগ্রহণের পথে। মধ্যপ্রদেশ হাইকোর্ট সাইফের করা আবেদন ৪ জুলাই খারিজ করে দিয়েছে, যা অভিনেতার জন্য বড় ধাক্কা।
মূল বিষয়টি শুরু ২০১৪ সালে, যখন মধ্যপ্রদেশ সরকার জানায়, ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের সম্পত্তি 'এনেমি প্রোপারটি অ্যাক্ট ১৯৬৮' অনুযায়ী শত্রু সম্পত্তি হিসেবে গণ্য হবে। কারণ, নবাবের কন্যা আবিদা সুলতান ১৯৫০ সালে পাকিস্তানে স্থায়ী হন।
সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সাইফ ২০১৫ সালে হাইকোর্টে যান। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত ২০২৪ সালের জুলাইয়ে সাইফের আবেদন খারিজ করে দেয়, ফলে সম্পত্তি সরকারের দখলে যাওয়ার পথ খুলে যায়।