বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫, কার্তিক ২২ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানালেন নিউইয়র্কের নতুন মেয়র মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬, ৬ নভেম্বর ২০২৫

বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানালেন নিউইয়র্কের নতুন মেয়র মামদানি

ছবি সংগৃহীত

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তাঁর ঐতিহাসিক বিজয়ে প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। নির্বাচনে বাংলাদেশি ভোটারদের ভূমিকা ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের মূলধারার গণমাধ্যমগুলোও নির্বাচনে বাংলাদেশি কমিউনিটির সক্রিয় অংশগ্রহণকে প্রশংসা করেছে। ধারণা করা হচ্ছে, প্রায় ৯৮ শতাংশ বাংলাদেশি ভোটার এবার ভোট দিয়েছেন, যাদের অধিকাংশই মামদানির পক্ষে ছিলেন।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, নির্বাচনী প্রচারণায় বাংলাদেশিরা ছিলেন মামদানির অন্যতম শক্তি। বিশেষ করে নারী ভোটাররা প্রচারণায় অংশ নিয়েছেন সক্রিয়ভাবে—ডোর টু ডোর প্রচারণা থেকে ভোটের দিনে সকালেই লাইনে দাঁড়ানো পর্যন্ত।

ডোনাল্ড ট্রাম্পের অভিবাসীবিরোধী বক্তব্য ও রাজনৈতিক চাপ উপেক্ষা করে অভিবাসী কমিউনিটি মামদানির পাশে দাঁড়িয়েছে। তরুণ প্রজন্মের দৃঢ় সমর্থনও তাঁকে এগিয়ে দিয়েছে।

বিজয়ের পর জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রংকস ও ব্রুকলিনে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই রাতেই ছুটে যান মামদানির প্রধান ক্যাম্পেইন অফিসে।

মামদানিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজসহ বিভিন্ন কমিউনিটি নেতারা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়