সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৩০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সুদানে ড্রোন হামলায় নিহত–আহত বাংলাদেশি শান্তিরক্ষীদের নাম প্রকাশ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭, ১৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:৫৮, ১৪ ডিসেম্বর ২০২৫

সুদানে ড্রোন হামলায় নিহত–আহত বাংলাদেশি শান্তিরক্ষীদের নাম প্রকাশ

ছবি সংগৃহীত

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের নাম–পরিচয় জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে আবেই এলাকার কাদুগলি লজিস্টিক বেজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর চালানো ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং আটজন আহত হন।

শহীদ শান্তিরক্ষীরা হলেন—

করপোরাল মো. মাসুদ রানা (নাটোর),

সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম),

সৈনিক শামীম রেজা (রাজবাড়ী),

সৈনিক শান্ত মন্ডল (কুড়িগ্রাম),

মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ),

লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।

আহত শান্তিরক্ষীরা হলেন—

লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান (কুষ্টিয়া),

সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন (দিনাজপুর),

করপোরাল আফরোজা পারভিন ইতি (ঢাকা),

ল্যান্স করপোরাল মহিবুল ইসলাম (বরগুনা),

সৈনিক মো. মেজবাউল কবির (কুড়িগ্রাম),

সৈনিক মোসা. উম্মে হানি আক্তার (রংপুর),

সৈনিক চুমকি আক্তার (মানিকগঞ্জ),

সৈনিক মো. মানাজির আহসান (নোয়াখালী)।

আইএসপিআর জানায়, আহতদের চিকিৎসা চলছে। গুরুতর আহত সৈনিক মেজবাউল কবিরের অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অন্য আহতরা উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে স্থানান্তরিত হয়েছেন এবং শঙ্কামুক্ত।

বাংলাদেশ সেনাবাহিনী এ নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে শহীদদের আত্মত্যাগকে বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের গৌরবময় অবদান হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে শহীদদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়