বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫, কার্তিক ২২ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ডেটিং অ্যাপে পরিচয়, এরপর বিয়ে—জোহরান মামদানি ও রামা দুয়াজির গল্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২২, ৬ নভেম্বর ২০২৫

ডেটিং অ্যাপে পরিচয়, এরপর বিয়ে—জোহরান মামদানি ও রামা দুয়াজির গল্প

ছবি সংগৃহীত

বিশ্বজুড়ে আলোচনায় নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ইতিহাসের সবচেয়ে কমবয়সী মেয়র এই মুসলিম নেতার সঙ্গে এখন আলোচনায় তাঁর স্ত্রী রামা দুয়াজি। সিরীয় বংশোদ্ভূত এই মার্কিন শিল্পী চিত্রকর সম্প্রতি তাঁদের পরিচয় সম্পর্কের গল্প শেয়ার করেছেন, যা প্রকাশ করেছে নিউইয়র্ক পোস্ট।

রামা দুয়াজির জন্ম হিউস্টনে। শৈশবে পরিবারসহ তিনি মধ্যপ্রাচ্যে চলে যান এবং সিরিয়ার সীমান্তবর্তী একটি শহরে বড় হন। এক পডকাস্টে তিনি বলেন, ছোটবেলায় নিজের সিরীয় পরিচয় আড়াল করে আমেরিকান পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। পরবর্তীতে ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির আর্ট স্কুলে ভর্তি হওয়ার পর নিজের শিকড় পরিচয় সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় তাঁর মধ্যে। এরপর থেকেই তাঁর শিল্পে সিরীয় সংস্কৃতি, যুদ্ধ অভিবাসনের অভিজ্ঞতা উঠে আসে।

২০২১ সালে যুক্তরাষ্ট্রে ফিরে আসার পর রামা নিউইয়র্কে স্থায়ী হন। এখানেই ডেটিং অ্যাপহিংজ’- জোহরান মামদানির সঙ্গে তাঁর পরিচয় হয়। অল্প সময়েই ঘনিষ্ঠতা বাড়ে, এবং চলতি বছরের এপ্রিলে তাঁরা সিটি ক্লার্কের অফিসে বিয়ে করেন।

শিল্পী হিসেবে রামা রাজনৈতিকভাবেও সোচ্চার। তাঁর শিল্পকর্মে ফিলিস্তিনের কৃষকদের ওপর ইসরায়েলের পরিবেশগত প্রভাব এবং আমেরিকান সাম্রাজ্যবাদের সমালোচনা প্রাধান্য পায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়