
ছবি সংগৃহীত
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হজফেরত ৩৮৭ যাত্রী নিয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-১৩৮) যান্ত্রিক ক্রটিতে পড়ে রানওয়েতে আটকে যায়।
শনিবার সকাল সাড়ে ৯টায় মদিনা থেকে আসা বিমানটি রানওয়েতে অবতরণের পর যান্ত্রিক সমস্যায় থেমে গেলে দুই ঘণ্টা বন্ধ থাকে বিমান চলাচল।
সকাল ১১টা ২০ মিনিটে টাগকারের সহায়তায় বিমানটি রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়, এরপর ফের সচল হয় বিমানবন্দর।
বিমানবন্দরের কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক সমস্যা হলেও সব যাত্রী নিরাপদে আছেন। যাত্রীদের একজন, আব্দুর রহমান বলেন, নামার সময় বৃষ্টি হচ্ছিল, হঠাৎ আটকে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, বড় কোনো দুর্ঘটনা না ঘটায় স্বস্তি ফিরেছে যাত্রী ও কর্তৃপক্ষের মধ্যে।