
ছবি সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে।
সোমবার (৭ জুলাই) সকালে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে দেশ গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।
তিনি জানান, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং ফেব্রুয়ারির সময়টি আলোচনায় এসেছে।
মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেছে। প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, কয়েক হাজার হত্যাকাণ্ড এবং ১,৭০০ জনের বেশি গুমের অভিযোগ করেন তিনি।
এদিন সকাল ৯টা ২৫ মিনিটে সিলেট পৌঁছে তিনি শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে পাঠানটুলায় জেলা ও মহানগর বিএনপির আয়োজিত দোয়া ও আলোচনা সভায় যোগ দেন।
তার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন মির্জা আব্বাস, ইকবাল মাহমুদ টুকু, নিপুণ রায়সহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।