
ছবি সংগৃহীত
চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালনকারী চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর জলকামান প্রয়োগ করেছে পুলিশ।
সোমবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে কাকরাইল মোড়ে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়া হয়।
এর আগে সকাল থেকেই শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা। পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরি হারানো এসব সাবেক সদস্য আওয়ামী লীগ সরকারের আমলে পুনর্বহাল ও রাষ্ট্রীয় সুবিধা চেয়ে আন্দোলনে নামেন।