
ছবি সংগৃহীত
বাছাই পর্বের শেষ ম্যাচটি জিতেই উদযাপন করতে চান প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনের ঐতিহাসিক অর্জনটা।
মিয়ানমারে ইয়াঙ্গুনে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে ঋতুপর্ণা-রুপনারা। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭ গোল দেওয়ার পর মিয়ানমারের জালে ২ গোল, আজ সংখ্যাটা কত হতে পারে?
কৌতূহল এই গোলের সংখ্যা নিয়েও। ১৪১ র্যাঙ্কিংয়ের তুর্কমেনিস্তান ও ১২৮ র্যাঙ্কিংয়ের বাংলাদেশ এর আগে মুখোমুখি হয়নি। তবে যে মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার টিকিট নিশ্চিত করে, সেই মিয়ানমারের মেয়েরা তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়েছে। যদিও এসব দিয়ে ম্যাচের আগাম ফলাফল নিশ্চিত করা যায় না, তবে একটা ধারণা পাওয়া যায়।
এশিয়া কাপের ১২ দলের মধ্যে পাঁচ দল নিশ্চিত হয়েছে। বাকি সাত দলের মধ্যে গ্রুপ ‘এ’ বাদে বাকি দলগুলোর টিকিটও নিশ্চিত হয়ে যাবে আজ। গ্রুপ ‘বি’ থেকে আজ স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি যে জিতবে, সে চলে যাবে এশিয়া কাপে। গ্রুপ ‘ডি’তে জোর লড়াই চলছে চাইনিজ তাইপে, পাকিস্তান আর ইন্দোনেশিয়ার মধ্যে। তিনটি দল আজ ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে। সেখানে তাইপে ইন্দোনেশিয়াকে হারাতে পারলেই টিকিট নিশ্চিত করবে।
গ্রুপ ‘ই’তে চলছে গুয়ান আর স্বাগতিক ভিয়েতনামের টক্কর। আজ মুখোমুখি লড়াই যে জিতবে সেই এশিয়া কাপে থাকবে। আরেকটি গ্রুপে নেপাল আর স্বাগতিক উজবেকিস্তান ম্যাচে যে জিতবে, সেই পাবে আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় খেলার টিকিট।
বাকি দুই গ্রুপে ফিলিপাইন-হংকং আর উত্তর কোরিয়া-মালয়েশিয়ার ম্যাচ রয়েছে। জয়ী দল বাংলাদেশের সঙ্গে এশিয়া কাপের মঞ্চে পৌঁছে যাবে। তাই আজ এই টুর্নামেন্টের অন্য ম্যাচগুলো বাঁচা-মরার হলেও বাংলাদেশ আছে বেশ নির্ভার।