মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫, আষাঢ় ২৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৩, ৮ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ছবি সংগৃহীত

বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হতে যাচ্ছে আগামী আগস্ট থেকে। বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের পাঠানো শুল্ক সংক্রান্ত চিঠি পেয়েছে বাংলাদেশ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ মঙ্গলবার ( জুলাই) এক ফেসবুক পোস্টে শফিকুল আলম জানান, শুল্ক নিয়ে আলোচনা এখনো চলমান রয়েছে। তিনি বলেন, “বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বিষয়ক আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা . খলিলুর রহমানও এই দলে রয়েছেন।

প্রেস সচিব জানান, বাংলাদেশের প্রতিনিধি দল এরই মধ্যে মার্কিন পক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছে। আগামী জুলাই (বুধবার) আরেক দফা আলোচনা হওয়ার কথা রয়েছে। সেই আলোচনায়ও বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন শেখ বশিরউদ্দিন।

তিনি আরও বলেন, “ঢাকা ওয়াশিংটনের সঙ্গে একটি শুল্ক চুক্তির অপেক্ষায় রয়েছে। আশা করছি, একটি সমঝোতা হবে যা উভয় দেশের জন্যই লাভজনক হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়