
ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তবে এসব দেশ চাইলে আলোচনার মাধ্যমে সমঝোতারও সুযোগ থাকবে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় সোমবার ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক চিঠিতে জানান, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ৩২ শতাংশ, থাইল্যান্ডে ৩৬ শতাংশ এবং বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
চিঠিতে বলা হয়, আগামী ১ আগস্ট থেকে এসব শুল্ক কার্যকর হবে। যদিও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, নির্ধারিত সময়সীমা ‘চূড়ান্ত হলেও শতভাগ নয়’। তিনি বলেন, তারা যদি বিকল্প কোনো প্রস্তাব দেয় এবং সেটা আমার ভালো লাগে, তাহলে আমরা সেটা বিবেচনা করব।
চলতি বছরের ২ এপ্রিল ট্রাম্প এই শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ‘লিবারেশন ডে’ হিসেবে অভিহিত করে। কিন্তু বিশ্ববাজারে অস্থিরতা দেখা দেওয়ায় তা ৯০ দিনের জন্য স্থগিত করা হয়, যা এ সপ্তাহেই শেষ হচ্ছে।
এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ে। নাসডাক সূচক ০.৯% এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৮% হারে কমে যায়। ট্রাম্পের পদক্ষেপ মিত্র দেশগুলোর মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা একে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ মন্তব্য করেছেন।
এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ওয়েন্ডি কাটলার বলেন, এই ধরনের সিদ্ধান্ত বিশ্বব্যাপী অস্থিরতা তৈরি করবে এবং এটি এক বিপজ্জনক বার্তা বহন করছে।
তবে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে বেশ কিছু ঘোষণা আসবে।