মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫, আষাঢ় ২৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বুধবার : বাণিজ্য উপদেষ্টা

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৭:২২, ৮ জুলাই ২০২৫

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বুধবার : বাণিজ্য উপদেষ্টা

ছবি সংগৃহীত

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩৫ শতাংশ শুল্ক নিয়ে বুধবার ( জুলাই) যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার তিনি বলেন, " ইস্যুতে আলোচনা চলছে, এবং আমরা ভালো কিছু আশা করছি।"

বর্তমানে ওই বৈঠকে অংশ নিতে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এদিকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানিয়েছেন, ৩৫ শতাংশ শুল্ক চূড়ান্ত নয়। আলোচনা এখনো চলমান, সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, শুল্ক আরোপের চিঠির সঙ্গে যুক্তরাষ্ট্র একটি নতুন চুক্তির খসড়াও পাঠিয়েছে। এটি বিশ্লেষণ করে দেখা হচ্ছে তারা কী চাইছে এবং কী পর্যালোচনার সুযোগ রয়েছে।

উল্লেখ্য, সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া ঘোষণায় প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যের ওপর নতুন শুল্কের ঘোষণা দেন। আগস্ট থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও আলোচনার সুযোগ রেখেছেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়