
ছবি সংগৃহীত
ফেনীতে টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত) ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে ফেনী আবহাওয়া অফিস, যা এ বছরের সর্বোচ্চ।
টানা বৃষ্টির ফলে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ডাক্তারপাড়া, মিজান রোড, কলেজ রোড, একাডেমি রোড, রামপুর শাহীন একাডেমি, পাঠানবাড়ি, নাজির রোড ও পেট্রোবাংলাসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যায়।
স্থানীয়রা জানান, ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় পানি নামতে সময় লাগছে। এতে করে শিক্ষার্থী, চাকরিজীবী ও শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন। যানবাহন সংকটে অনেকে পায়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।
এদিকে মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি বাড়লেও এখনো বিপৎসীমার নিচে রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম।
আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানিয়েছেন, বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে।