শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ক্রোম ব্যবহারে ঝুঁকিতে পড়তে পারে ইলেকট্রনিক ডিভাইস

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৮, ২৫ মে ২০২২

ক্রোম ব্যবহারে ঝুঁকিতে পড়তে পারে ইলেকট্রনিক ডিভাইস

ছবি সংগৃহীত

জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোমে ১৩টি নতুন সমস্যা ধরা পড়েছে। এর মধ্যে ৮টি ইউজারদের জন্য ঝুঁকিপূর্ণ। গুগল তাদের অফিসিয়াল ক্রোম ব্লগে এ তথ্য জানিয়েছে।


গুগল জানায়, ক্রোমে ১৩টি সমস্যা দেখা দিয়েছে। এগুলো উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, লিনাক্স ও ম্যাকওএস-এর জন্য ঝুঁকিপূর্ণ।

এ সমস্যা থেকে মুক্তি পেতে ইউজারদের ক্রোমের লেটেস্ট ভার্সনটি ব্যবহার করার পরামর্শ দিয়েছে বিভিন্ন আইটি ফার্ম। অথবা সফটওয়্যারটি আপডেট করে নিতে হবে।

ব্যবহৃত ক্রোম নিরাপদ কি-না জানার উপায়-

ক্রোম ব্রাউজারের উপরের ডানদিকে যে তিনটি বিন্দু রয়েছে সেখানে ক্লিক করুন। এখানে এক্সিট ও ম্যানেজ ইওর অ্যাকাউন্ট অপশন পাবেন। সেখানে সেটিংস অপশন খুঁজে পাবেন। এরপর হেল্পে ক্লিক করলে ‘অ্যাবাউট গুগল ক্রোম’ অপশনটি পেয়ে যাবেন। সেখানেই দেখতে পাবেন ক্রোম ভার্সনটি। 9101.0.4951.41- এই ভার্সন খুঁজে পেলে সফটওয়্যারটি আপডেট করে নিন। যদি সেখানে নতুন ভার্সনটি খুঁজে না পান তবে ‘অ্যাবাউট গুগল ক্রোম’-এর পরে আপডেটের অপশনটি খুঁজুন। 

ব্যাস, নতুন ভার্সন আপডেট করে ক্রোম রিস্টার্ট করুন। এতেই ক্রোম ব্যবহারের পরেও আপনার ইলেকট্রনিক ডিভাইসসহ সকল ডাটা নিরাপদে থাকবে।

আলোআভা/ শেখ ফরিদ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়