রোববার ২৮ ডিসেম্বর ২০২৫, পৌষ ১৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়াল এনবিআর

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১২:৫৬, ২৮ ডিসেম্বর ২০২৫

আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়াল এনবিআর

ছবি সংগৃহীত

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫২৬ অর্থবছরের জন্য ব্যক্তি করদাতা হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) জরিমানা ছাড়াই আগামী ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

সাধারণত আয়কর রিটার্ন জমার শেষ সময় ৩০ নভেম্বর হলেও প্রতিবছরের মতো এবারও সময় বাড়ানো হলো। এর আগে এক দফা সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল।

এনবিআর জানিয়েছে, কিছু ব্যতিক্রম ছাড়া এবার সব করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে। বর্তমানে দেশে কোটি ১৫ লাখের বেশি টিআইএনধারী রয়েছেন। যাদের করযোগ্য আয় আছে, তাঁদের জন্য রিটার্ন দেওয়া বাধ্যতামূলক।

অনলাইনে যেভাবে রিটার্ন দেবেন

করদাতাদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিবন্ধন নিতে হবে। নিবন্ধনের পর ব্যবহারকারী নাম পাসওয়ার্ড দিয়ে লগইন করে অনলাইনে রিটার্ন দাখিল করা যাবে।

-রিটার্ন জমা দিতে কোনো কাগজপত্র আপলোডের প্রয়োজন নেই। তবে যে তথ্য দেওয়া হবে, তার সংশ্লিষ্ট কাগজপত্র সংরক্ষণ করে রাখতে হবে, যাতে ভবিষ্যতে নিরীক্ষা বা প্রয়োজনে দেখানো যায়।

রিটার্ন দাখিলের সময় ঘরে বসেই কর পরিশোধ করা যাবে। ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর দেওয়া যাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়