রোববার ২৮ ডিসেম্বর ২০২৫, পৌষ ১৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জামায়াত নির্ভরযোগ্য রাজনৈতিক মিত্র নয়: সামান্তা শারমিন

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১২:১৭, ২৮ ডিসেম্বর ২০২৫

জামায়াত নির্ভরযোগ্য রাজনৈতিক মিত্র নয়: সামান্তা শারমিন

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জামায়াতে ইসলামীর সম্ভাব্য জোট বা সমঝোতা নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য রাজনৈতিক মিত্র নয় এবং তাদের সঙ্গে কোনো সমঝোতায় গেলে এনসিপিকে কঠিন মূল্য দিতে হতে পারে।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে সামান্তা শারমিন জানান, এনসিপির রাষ্ট্রকল্প, রাজনৈতিক দর্শন ও মূলনীতি জামায়াতের অবস্থান থেকে সম্পূর্ণ ভিন্ন। বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা ‘সেকেন্ড রিপাবলিক’—এই তিনটি ভিত্তির ওপর এনসিপি গড়ে উঠেছে, যা নিয়ে আপসের সুযোগ নেই।

তিনি উল্লেখ করেন, অতীতে সংস্কার প্রক্রিয়ায় জামায়াত বাধা দিয়েছে এবং সে সময় এনসিপির অবস্থান ছিল, যারা সংস্কারের পক্ষে নয়, তাদের সঙ্গে রাজনৈতিক জোটও সম্ভব নয়। জুলাই পদযাত্রার পর এনসিপি ৩০০ আসনে এককভাবে নির্বাচন করার ঘোষণাও দিয়েছিল বলে তিনি স্মরণ করিয়ে দেন।

সামান্তা শারমিন স্পষ্ট করে বলেন, জামায়াতের সঙ্গে জোটের ঝুঁকি তুলে ধরা মানেই বিএনপির পক্ষে অবস্থান নেওয়া নয়। বিএনপি বা জামায়াত—যে কোনো পক্ষের সঙ্গে জোট গড়া এনসিপির সাংগঠনিক নীতি ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়