শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নতুন আতঙ্ক টমেটো ফ্লু

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭, ২৮ মে ২০২২

নতুন আতঙ্ক টমেটো ফ্লু

ছবি সংগৃহীত

সম্প্রতি টমেটো ফ্লু-তে আক্রান্ত হয়েছে ভারতের একাধিক রাজ্যের শিশুরা। একদিকে কোভিড রেশ এখনও কাটেনি। আরেকদিকে, বিশ্বের নানা দেশে হানা দিচ্ছে মাঙ্কি ভাইরাস। এরই মধ্যে দেশে হঠাৎ বাড়ল টমেটো ফ্লু। 

কেরেলার কোল্লাম জেলায় ইতিমধ্যেই এই জ্বরে অন্তত ৮০ শিশু আক্রান্ত।জানা গেছে এটি মূলত শিশু দেহেই হচ্ছে। আক্রান্ত শিশুদের প্রায় প্রত্যেকেরই বয়স ৫ বছরের কম বলেই জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে এটি ভাইরাস বাহিত রোগই। পক্স, চিকনগুনিয়ার মতো রোগের উপসর্গ বা লক্ষণের সঙ্গে মিল রয়েছে। গা ব্যথা, প্রচন্ড জ্বর, ক্লান্তির মতো উপসর্গ থাকছে। কী দেখে বুঝবেন যে এটি টমেটো ফ্লু? রোগীর দেহে দেখা যাচ্ছে ক্ষুদ্রাকৃতি লাল ফোস্কার মতো ক্ষত। তীব্র জ্বর ও গায়ে ব্যথা হচ্ছে। অনেকসময় বমি ও পেটের সমস্যাও থাকছে। 

সূত্র: আনন্দবাজার

আলোআভা/ শেখ ফরিদ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়