ছবি সংগৃহীত
আফ্রিকার বাইরে যেসব দেশে এখনো মাংকিপক্সে সংক্রমিত রোগী শনাক্ত হয়নি, সেসব দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারখভ সোমবার জানিয়েছেন, বর্তমান যে পরিস্থিতি তা নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি বলেছেন, মানুষ থেকে মানুষে যেন মাংকিপক্স না ছড়ায়, এটা আমরা চাই। যেসব দেশে এই ভাইরাস এখনো ছড়ায়নি সেসব দেশে আমরা এমন পদক্ষেপ নিতে পারি।
বিবিসি জানিয়েছে, আফ্রিকার বাইরে মাংকিপক্স আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৬টি দেশে। এসব দেশের রোগীর সংখ্যা শতাধিক। এ পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাল, ভাইরাসটি এখনো নিয়ন্ত্রণ করা সম্ভব।
ভাইরাসটিতে এখনো আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মাংকিপক্স আক্রান্ত হলে উপসর্গ হালকা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি অন্য বিশেষজ্ঞরাও মাংকিপক্স নিয়ে ইতিবাচক কথা বলছেন। অনেক বিশেষজ্ঞ বলেছেন, মাংকিপক্সে বহু মানুষ সংক্রমিত হওয়ার আশঙ্কা কম।
সূত্র: বিবিসি।
আলোআভা/ শেখ ফরিদ