
ছবি সংগৃহীত
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার মোট পাসের হার ৬৮.৪৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১,৩৯,০৩২ জন। গত বছর পাসের হার ছিল ৮৩.০৩% এবং জিপিএ-৫ পেয়েছিল ১,৮২,১২৯ জন।
বৃহস্পতিবার দুপুরে দেশের ১১টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ড একযোগে ফল প্রকাশ করে। এবার ফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা ছিল না। তবে ঢাকায় এক মতবিনিময় সভায় বক্তব্য দেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
ফলাফল জানা যাবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে। পত্রিকা বা শিক্ষা মন্ত্রণালয়ে ফল পাওয়া যাবে না।
ফল পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ চলবে ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত। আবেদন পদ্ধতি জানা যাবে বোর্ড ও টেলিটকের বিজ্ঞপ্তিতে।
চলতি বছরের পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল। অংশ নেয় মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী।