শনিবার ২৭ জুলাই ২০২৪, শ্রাবণ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দেখা যাচ্ছে না কোকের সেই বিজ্ঞাপন

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৮:২৩, ১১ জুন ২০২৪

দেখা যাচ্ছে না কোকের সেই বিজ্ঞাপন

ছবি: ইন্টারনেট

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সারাবিশ্বসহ বাংলাদেশও ইসরায়েলি মার্কিন পণ্য বয়কট করেছে সাধারণ জনগণ। এরমধ্যে কোকাকোলা বাংলাদেশে একটি বিজ্ঞাপন প্রকাশ করলে জনগণের মাঝে দেখা দেয় বিরুপ প্রতিক্রিয়া। ইতোমধ্যে কোকাকোলা তাদের সমালোচিত বিজ্ঞাপনটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব থেকে সরিয়ে ফেলেছে।

মঙ্গলবার সকাল থেকে কোকাকোলার চ্যানেলে বিজ্ঞাপনটি দেখা যাচ্ছে না।

কোকাকোলা ইসরায়েলের একটি কোম্পানি-এমন একটি প্রচলিত কথা দেশের সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে চলে আসছে। বিষয়টি নিয়ে কোকাকোলা বাংলাদেশ নানাভাবেই বোঝাতে চেয়েছে এটা ইসরায়েলি কোম্পানি নয়। বাংলাদেশের কোকাকোলা বাংলাদেশেই তৈরি হয়।

তবে এতে কোকাকোলা উল্লেখযোগ্যভাবে সফল হয়নি, হতে পারেনি।

বিজ্ঞাপনে মডেল হয়েছেন শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মাসহ বেশ কয়েকজন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়